• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ফের আমরণ অনশনে আন্না হাজারে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মার্চ ২০১৮, ২২:৫৩

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে ফের আমরণ অনশন শুরু করেছেন আন্না হাজারে নামে পরিচিত কিষাণ বাবুরাও হাজারে।

দেশটির কেন্দ্রীয় সরকার লোকপাল গঠনে ব্যর্থ হওয়ায় এই অনশন শুরু করেছেন তিনি। পাশাপাশি দেশটির কৃষকদের সমস্যা মেটাতে স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিও জানিয়েছেন তিনি।

শুক্রবার সমর্থকদের নিয়ে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর পর রামলীলা ময়দানে অনশন শুরু করেন আন্না হাজারে।

এসময় তার এক সমর্থক বলেন, ১৯৩১ সালের ২৩ মার্চ ভগত সিং, রাজগুরু ও শুকদেবকে ফাঁসিতে ঝোলায় ব্রিটিশ। তাই অনশন শুরু করার জন্য দিনটি বেছে নেয়া হয়েছে।

এই ঘটনায় অরুণা আসফ আলি রোড, দিল্লি গেট, দয়াগঞ্জ, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আজমেরি গেট, পাহাড়গঞ্জ, আইটিও, রাজঘাট, মিন্টো রোড, বিবেকানন্দ মর্গ এবং জওহরলাল নেহরু মর্গে যান চলাচলে সতর্কতা জারি করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।

দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেন আন্না হাজারে। তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকপাল গঠনের প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙেন তিনি।

পরে আন্নাকে নিজেদের দলে ভেড়ানোর অনেক চেষ্টা করে ভারতীয় কংগ্রেস ও বিজেপি। কিন্তু গান্ধীবাদী এই নেতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়াননি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
‘হার্দিকের বিকল্প নেই’
হাসপাতালে কমেডিয়ান ভারতী সিং
সিরিজ রক্ষার ম্যাচেও বাংলাদেশের মামুলি পুঁজি
X
Fresh