• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির মতো ঝরল সোনা!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ২৩:৪৯

রাশিয়ার ইয়াকুতস্ক বিমানবন্দরে বৃষ্টির মতো ঝরে পড়তে দেখা গেল কয়েক লাখ ডলার অর্থমূল্যের সোনা, প্লাটিনাম ও মূল্যবান পাথরের প্রায় ২০০ বার।

গত বৃহস্পতিবার প্রায় নয় টন মূল্যবান ধাতু নিয়ে নিম্বাস এয়ারলাইনসের AN-12 বিমানটি পূর্ব ইয়াকুতিয়ার এই বিমানবন্দর থেকে উড়াল দেয়ার সময় এ ঘটনা ঘটে।

বিমানটির ‘কার্গো হ্যাচ’ নষ্ট থাকায় ওড়ার সঙ্গে সঙ্গে তা ভেঙে যায়। সেটি পরে বিমান থেকে আলাদা হয়ে যায়। এতে প্রায় এক-তৃতীয়াংশ বার নিচে পড়ে যায়। পরে বিমানটি পাশের ম্যাগ্যান বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

স্থানীয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ভেতরে চলাচল বন্ধ করে দেয় এবং ছড়িয়ে পড়া মূল্যবান ধাতুগুলো সংগ্রহ শুরু করে।

ঘটনার পরপরই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ইতোমধ্যে ১৭২টি বার উদ্ধার করা হয়েছে। যেগুলোর ওজন প্রায় সাড়ে তিন টন।

পরে পুলিশের একটি সূত্র জানায়, সব বার উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বিমানটিতে কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছে ইয়াকুতস্ক বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা বলেছে, বিমানটি ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং পরের বিমানবন্দরে এটি সফলভাবেই অবতরণ করেছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক ইয়াকুব 
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
X
Fresh