• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

হসপিটাল কুয়ালালামপুরের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ২০:৫১

মালয়েশিয়ার হসপিটাল কুয়ালালামপুরের (এইচকেএল) আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির ডা. নুর আকমা ইউসুফ।

স্থানীয় সময় শনিবার বিকেলে হাসপাতালের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান।

নুর আকমা ইউসুফ জানান, হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন (আইপিএফএন) ভবনের স্টোররুমে এদিন দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই দ্য ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টে বিষয়টি জানানো হয় এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি জানান, আমরা দ্রুতই আশেপাশের ভবনগুলো থেকে কর্মী ও রোগীদের সরিয়ে ফেলি। এমনকি হাসপাতালের চিকিৎসা কার্যক্রমও বিঘ্নিত হয়নি। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ খতিয়ে দেখা যাচ্ছে।

জনসাধারণের উদ্দেশে এই ঘটনা নিয়ে কোনো ভুয়া বা মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে নুর আকমা ইউসুফের বরাত দিয়ে এসব কথা বলা হয়েছে।

মালয়েশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে পরিচিত এইচকেএল। গত বছর উত্তর কোরিয়া নেতা কিম জং উনের ভাই কিম জং ন্যাম নিহত হওয়ার পর তার ফরেনসিক পরীক্ষা হয় এই হাসপাতালে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
X
Fresh