• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন রোববার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ১৮:০৯

আগামীকাল রোববার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। মস্কোর স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। খবর ইতার তাসের।

তবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ও দুর্গম এলাকায় বসবাসরত রুশ নাগরিকদের অনেকে এরইমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সহযোগিতায় স্থানীয় প্রশাসন, রুশ দূতাবাস ও কনস্যুলার অফিসের সমন্বয়ে অস্থায়ী ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে রোববার রাশিয়ায় সাপ্তাহিক ছুটির দিন। আর দেশটিতে সাধারণত নির্বাচনগুলো রোববারই অনুষ্ঠিত হয়ে থাকে। ওদিকে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা তাদের প্রচারণা শুক্রবার দিনগত মধ্যরাত মস্কো সময় ১২টায় আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন। দেশটির নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুযায়ী ভোটের আগের দিন আজ শনিবার ‘নিরব দিন’ হিসেবে পালিত হচ্ছে।

নির্বাচন কমিশনের বরাতে রুশ গণমাধ্যম জানিয়েছে, আগে থেকেই যেসব নির্বাচনী ব্যানার বা পোস্টার ঝুলানো হয়েছে, সেগুলো সরানোর প্রয়োজন নেই। তবে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে প্রার্থীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার থাকতে পারবে না।

নির্বাচনে আটজন প্রার্থী অংশ নিলেও নির্বাচনী পূর্বাভাসে বলা হচ্ছে, পুতিনই আবারও দেশটির ক্ষমতায় আসছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh