• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নেপালে বিধ্বস্ত বাংলাদেশি বিমান থেকে উদ্ধার ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৫:৫০

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার দুপুরের কিছুক্ষণ পর একটি বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই বিমানে ৬৭ যাত্রী ও ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য বলেছেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে একটি ফুটবল খেলার মাঠে বিধ্বস্ত হয়। তিনি বলছেন, এস২-এজিইউ লেখা বিমানটি ঢাকা থেকে ছেড়ে আসে এবং ২টা ২০ মিনিটে অবতরণের চেষ্টা করে।

একজন প্রত্যক্ষদর্শী টুইটারে লিখেছেন, কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। যখন এটি ঘটে তখন আমি তা দেখেছি।

এদিকে বিমান কর্তৃপক্ষ, দমকল বাহিনী ও নেপালি সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

কী কারণে ওই বিমান বিধ্বস্ত হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের ধারণা যান্ত্রিক ত্রুটির কারণেই ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
X
Fresh