• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মসুলে আইএস জঙ্গিদের মানবঢাল

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০১৬, ১২:৪৮

মসুলের পুনর্দখল নিতে তৃতীয়দিনের মতো আইএস এর বিরুদ্ধে লড়াই করছে ইরাকের সরকারি বাহিনী ও তাদের সমর্থিত বাহিনী। সরকারি বাহিনীর হামলা থেকে বাচঁতে সেখানে থাকা বেসামরিক নাগরিকদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ অভিযোগ যুক্তরাষ্ট্রের। প্রায় সাত লাখ মানুষ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকি বাহিনীর সামরিক অভিযানে এখন পর্যন্ত ২০টি গ্রাম দখলমুক্ত হয়েছে। মঙ্গলবার কুর্দি বাহিনী জানায়, মসুলের ৩০ কিলোমিটার পূর্ব পর্যন্ত যাবার পর আর অগ্রসর হচ্ছে না তারা। তবে পরবর্তী পর্যায়ের অভিযান শুরুর জন্য ইরাকি বাহিনী এগিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh