• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হত্যার দায়ে এবার সৌদি যুবরাজের শিরশ্ছেদ

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৬, ১১:৩৫

সহকর্মীকে গুলি করে হত্যার দায়ে সৌদি যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে যুবরাজ তুর্কি বিন সৌদ আল-কবিরকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানা যায়।

তবে কোথায়, কখন যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

এবছর ১৩৪তম ব্যক্তি হিসেবে কার্যকর হলো যুবরাজের মৃত্যুদণ্ড। তবে দেশটির ইতিহাসে রাজপরিবারের সদস্য’র মৃত্যুদণ্ড খুবই বিরল ঘটনা।

আদেল বিন সোলাইমান বিন আবদুল করিম আল মুহইমিদ নামে সহকর্মীকে গুলি করে হত্যা করেন যুবরাজ। ওই হত্যাকাণ্ডের পর রাজপরিবারের নিরাপত্তারক্ষীরা যুবরাজকে আটক করেন। প্রাথমিক তদন্তে যুবরাজ দোষী সাব্যস্ত হওয়ার পর বিষয়টি সৌদি আরবের সাধারণ আদালতে পাঠানো হয়। সেখানকার বিচারক যুবরাজকে দোষী করে আদেশ দেন।

আপিল বিভাগ ও উচ্চ আদালত সে আদেশ জারি রাখেন। চলতি মাসে উচ্চ আদালতের রুলের বিষয়ে রাজকীয় আদালত বিশেষ আদেশ জারি করেন। সে আদেশ অনুসারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যুবরাজের।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh