• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই মাসে সিরিয়ায় ৩৪২ শিশু নিহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মার্চ ২০১৮, ২২:৩৭

চলতি বছর সিরিয়া জুড়ে ৩৪২ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক শিশু। সবমিলিয়ে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এমন ভয়াবহ পরিসংখ্যান জানিয়েছেন।

সংস্থাটির তথ্যানুযায়ী বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় ঘৌটায় আটকে পড়া চার লাখ মানুষের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই শিশু।

একাধিক সূত্রের বরাতে ইউনিসেফের আঞ্চলিক যোগাযোগ প্রধান জুলিয়েট টৌমা বলেছেন, চলতি বছরের প্রথম দুই মাসে ৩৪২ জন শিশু নিহত ও ৮০৩ জন আহত হয়েছে।

এদিকে সোমবার পূর্ব ঘৌটায় এক হামলায় প্রায় ১০০ ব্যক্তি নিহত হয়েছেন।

গেলো ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। মঙ্গলবার সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি এক বিবৃতিতে এটি জানিয়েছে।

জাতিসংঘ বলছে, গেলো ১৮ ফেব্রুয়ারি পূর্ব ঘৌটায় সিরিয়ান বাহিনী বিমান ও স্থল হামলা চালালে প্রায় ৬০০ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় আরও দুই হাজারের বেশি ব্যক্তি আহত হন।

ইউনিসেফের কর্মকর্তারা বলছেন, মাটির নিচে আশ্রয় নেয়া এখন ‘নতুন নিয়ম’ হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়া বিদ্রোহী ও তাদের পরিবারকে পূর্ব ঘৌটা থেকে বের হয়ে যাওয়ার জন্য নিরাপদ পথ তৈরির প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই ফেসবুক পোস্টে বিদ্রোহীদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের নিরাপদে সরে যেতে পরিবহনও সরবরাহ করবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পুরুষ পেটানো এই নারী কে?
--------------------------------------------------------

পূর্ব ঘৌটার অন্যতম প্রধান একটি বিদ্রোহী গ্রুপ ওই প্রস্তাব তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে।

ওই বিদ্রোহী গ্রুপ ফালাক আল-রাহমানের একজন মুখপাত্র ওইয়েল ওলওয়ান বলেছেন, রাশিয়ানদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। এটি মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ফালাক আল-রাহমানসহ পূর্ব ঘৌটার সব বিদ্রোহী গ্রুপ এটি প্রত্যাখ্যান করছে।

পূর্ব ঘৌটা সিরিয়ায় বিদ্রোহী সর্বশেষ শক্ত অবস্থান। প্রায় সাত বছর ধরে চলা এ যুদ্ধে সিরিয়ান বাহিনী সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সেখানকার বিদ্রোহীরা।

আরও পড়ুন:

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
X
Fresh