• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘ওরা খ্রীস্টান, তাই তারা সন্ত্রাসী হতে পারে না’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯

আগামী মাসে ইতালিতে সাধারণ নির্বাচন। অভিবাসন ইস্যুটি নির্বাচনে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত তিন থেকে চার বছরে সাগর পাড়ি দিয়ে আরব দেশগুলো থেকে অন্তত ছয় লাখ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। ছোট ছোট কয়েকটি দলের সঙ্গে জরিপে এগিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির 'ফোরজা ইতালিয়া' এই সুরে কথা বলছে।

লিগ দলের নেতা পাওলো গ্রিমোল্ডি বলেছেন, ইউক্রেন বা বেলারুস থেকে অভিবাসী নেয়া অনেক ভালো। কারণ ওরা খ্রীস্টান, মুসলিম নয়। তাই তারা সন্ত্রাসী হতে পারে না।

নির্বাচনে অভিবাসীদের বিষয়ে কে কত কঠোর হতে পারে সেই প্রচারণাই চালানো হচ্ছে।

ইতালিতে এমন কিছু দল আছে যারা নিজেদেরকে 'ফ্যাসিস্ট' বলে পরিচয় দিতে কোনো লজ্জা বোধ করেন না। এরকমই একটি দল হচ্ছে কাসা পাউন্ড। এর সদস্যরা চায় ইতালির ইইউ ত্যাগ, সীমান্ত বন্ধ করে দেয়া এবং সব অভিবাসীকে বের করে দেয়া।

তবে নির্বাচনে জনমত জরিপে এগিয়ে থাকা মধ্য-দক্ষিণপন্থী জোট সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির 'ফোরজা ইতালিয়া' ঘোষণা করেছে অবৈধ অভিবাসীরা হচ্ছে বিস্ফোরণের জন্য তৈরি একটি সামাজিক টাইম বোমা।

সিলভিও বার্লুস্কোনির অঙ্গীকার করেছেন, অভিবাসীদের গণহারে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

আবার বার্লুসকোনির কোয়ালিশনের সদস্য দল লিগের স্লোগান হচ্ছে 'ইতালিয়ানস ফার্স্ট' - যার অর্থ, ইতালিয়ানদের স্বার্থ সবার আগে।

আরও পড়ুন:

এমকে

সূত্র : বিবিসি বাংলা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
X
Fresh