• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রিকসের প্রধান আলোচ্য সন্ত্রাস দমন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৬, ১৭:০২

ব্রিকস সম্মেলনে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতারা।

ভারতের গোয়ায় চলছে এ সম্মেলন।

সম্মেলনে সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে সরাসরি দোষারোপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, বিশ্বে সন্ত্রাসবাদী বলতে যে দেশকে বোঝায়, সেটি ভারতের প্রতিবেশী পাকিস্তান।

পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্মভূমি উল্লেখ করে ব্রিকসভুক্ত দেশগুলোকে সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান মোদি।

নরেন্দ্র মোদি বলেন, অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা সন্ত্রাসবাদ, যার হুমকিতে আছে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পশ্চিম ও দক্ষিণ এশিয়ার দেশগুলো।

রোববার সকালে শ্রীলংকা ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদি।

বিকেলে ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যোগ দেয় শ্রীলংকা, ভুটান, মিয়ানমার, নেপাল ও থাইল্যান্ডের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

এ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি।

রাত সাড়ে ৯টায় হোটেল লিলাতে বৈঠকে করেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি।

এরইমধ্যে স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতারা।

এপি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh