• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

হিলারিকে মাদক সেবনকারী বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৬, ১২:২৯

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দু’দলের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে মাদক সেবনকারী বললেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে দু’জনেরই মাদক পরীক্ষার দাবি জানান তিনি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ট্রাম্পের বিরুদ্ধে দু’নারীর যৌন হয়রানির অভিযোগের পরেই এ মন্তব্য করেন তিনি। তবে হিলারির বিরুদ্ধে মাদক নেবার অভিযোগ আনলেও এ ব্যাপারে কোন প্রমাণ দেখাতে পারেনি এ রিপাবলিকান প্রার্থী।

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে সমাবেশে ট্রাম্প আরো বলেন, প্রেসিডেন্ট নির্বাচন তাঁর কাছে সাজানো বা কারচুপির নির্বাচন মনে হচ্ছে। দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম তাঁর বিরুদ্ধে ভুয়া ও ডাহা মিথ্যা অভিযোগ আনার মাধ্যমে নির্বাচনে জালিয়াতি করছে বলেও অভিযোগ করেন।

তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান দলের পল রায়ান বলেন, আসছে ৮ নভেম্বরের নির্বাচন অত্যন্ত সততার সঙ্গে পরিচালনা করা হবে। তিনি অবশ্য ট্রাম্পকে সমর্থন করছেন না।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হিলারির কাছে সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

এফএস / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh