• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে পৃথক হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৪

আফগানিস্তানের তিনটি প্রদেশে চারটি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, রাজধানী কাবুলে শনিবার সকালে আত্মঘাতী হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলছেন, এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা, এসবিএস নিউজের।

আফগান গোয়েন্দা অ্যাজেন্সি, মার্কিন দূতাবাস ও অন্যান্য দেশি-বিদেশি ভবনের সামনে বোমা হামলার ঘটনা ঘটে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ২৫ সেনাসদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক কাউন্সিলের সদস্য খাইর মোহাম্মদ নুরজাই বলেছেন, শুক্রবার সন্ধ্যায় ওই হামলা চালায় তালেবান জঙ্গিরা, যেটি শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ নয়!
--------------------------------------------------------

তালেবানদের একজন মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি গ্রুপটির পক্ষে এ হামলার দায় স্বীকার করেছে।

নুরজাই বলেন, জঙ্গিরা কিছু সময়ের জন্য নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় তারা সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে যায়।

ওদিকে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী ও নাদ আলি জেলায় দুটি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহত হয়েছেন আরও তিনজন।

দেশটিতে সাম্প্রতিক সময়ে তালেবান ও ইসলামিক স্টেটের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনী আফগানিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার মাথা চাড়া দিয়ে উঠেছে এই জঙ্গি সংগঠনগুলো।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত ৬ জনের মৃত্যু
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
X
Fresh