• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নওয়াজ শরিফ মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন : ইমরান খান

অনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেকে রক্ষা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ইমরান খান।

বৃহস্পতিবার লাহোরে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান বলেন, নওয়াজ শরিফ তার অপরাধ থেকে রক্ষা পেতে বিদেশি শক্তিকে ব্যবহার করছে।

পানামা পেপারস কেলেঙ্কারিতে অভিযুক্ত ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত নওয়াজ শরিফ দলীয় প্রধানের পদেও থাকতে পারবেন না বলে পাকিস্তানের আদালত আদেশ জারির একদিন পর বৃহস্পতিবার ইমরান খান এ অভিযোগ আনলেন।

এর আগে নওয়াজ শরিফকে দলীয় প্রধানের পদ থেকেও সরিয়ে দিতে দেশটির বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টে আবেদন করে।

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ বুধবার নওয়াজকে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করে।

নওয়াজকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

আদালতের এ রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে আনন্দ উৎসব করার ঘোষণা দিয়েছে পিটিআই।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরিফ।

পরে গত বছরের ২৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে দেশটির সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh