• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুবাইয়ের কর্ম ভিসা পেতে ভালো আচরণের সনদপত্র লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৯

সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) রাজধানী দুবাইয়ের কর্ম ভিসা পেতে আবেদনকারীর ভালো আচরণের সনদপত্র বাধ্যতামূলক নয়।

বৃহস্পতিবার দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ারস(জিডিআরএফএ) এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস। দেশটির সব আমির ও তসহিল কেন্দ্রে জারি করা বিজ্ঞপ্তিটির একটি কপি রয়েছে গণমাধ্যমটির কাছে।

শুধু রাজধানী দুবাইয়ের ভিসা পাবার ক্ষেত্রে ভালো আচরণের সনদপত্র লাগবে না। তবে দেশটির অন্যান্য শহরের ভিসা পাবার পূর্বশর্ত এটি। সব দেশের নাগরিকদের জন্যই এটি প্রযোজ্য।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ইউএই’র কর্ম ভিসা পেতে আবেদনের সঙ্গে ভালো আচরণের সনদপত্র জমা দেয়ার বিধান কার্যকর করে দেশটির উচ্চ-পর্যায়ের একটি প্যানেল কমিটি।

কমিটির পক্ষ থেকে বলা হয়, নিজের বা সর্বশেষ পাঁচ বছর কাটানো দেশের কর্তৃপক্ষের কাছে থেকে এই সনদপত্র সংগ্রহ করতে হবে। পরে তা আবেদনের সঙ্গে বিদেশে থাকা ইউএই’র পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কূটনৈতিক মিশন বা কাস্টমার হেপিনেস সেন্টারে জমা দিতে হবে।

আরও বলা হয়, যারা টুরিস্ট ভিসা নিয়ে দেশটিতে যাবেন তাদের জন্য নতুন এই বিধান প্রযোজ্য নয়। এমনকি যারা দেশের মধ্যে চাকরি বদল করবেন তাদেরও এই সনদপত্র দিতে হবে না।

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
X
Fresh