• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদক ঠেকাতে ২০ হাজার মানুষ হত্যা করেছেন ফিলিপাইন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৯

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হত্যা করা হয়েছে ২০ হাজার মানুষকে। বুধবার এমনটা বললেন দেশটির বিরোধীদলীয় এক সিনেটর। খবর আল-জাজিরা।

বিরোধীদলীয় সিনেটর অনটোনিও ট্রিলানেস বলেন, দুতার্তে প্রশাসনের নিজস্ব প্রতিবেদনে তিন হাজার ৯৬৭ মাদক বিক্রেতাকে হত্যার কথা স্বীকার করেছে।২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ নভেম্বরের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ গ্রেপ্তার করতে গেলে বাধা দেয়ায় তাদের হত্যা করা হয়েছে।

এছাড়া ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৬ হাজার ৩৫৫ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ডাক্তারের সামনেই দুইটি ডিম পাড়লো কিশোর!
--------------------------------------------------------

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ লাখ আট হাজার ২৮৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৩ লাখ আট হাজার ৭৮ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

‘অবৈধ মাদকের বিরুদ্ধে যুদ্ধ : সঠিক সংখ্যা’ নামে একটি প্রতিবেদন থেকে এসব তথ্য নেয়া হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদক বিক্রেতারা আত্মসমর্পণ করার পরও তাদের হত্যার শিকার হতে হয়েছে। এমনকি শিশুরাও হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পায়নি।

বিরোধীদলীয় এক সিনেটর ট্রিলানেস বলেন, এসব হত্যা কেবল মাদকের কারণেই ঘটছে, তাতে কোনো ভুল নেই। সন্দেহভাজন মাদক বিক্রেতাদের ধরতে দুতার্তে প্রশাসন সঠিক উপায় অবলম্বন করেনি। যে কারণে এত হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬
X
Fresh