• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যৌন কেলেঙ্কারি

অক্সফামকে অর্থ দেয়া বন্ধ করেছে সাত হাজার দাতা

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫১

যৌন কেলেঙ্কারির ঘটনায় প্রায় সাত হাজার নিয়মিত দাতা অক্সফামকে অর্থ দেয়া বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্য অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সিলেক্ট কমিটিতে দেশটির এমপিদের এক প্রশ্নের জবাবে এটি জানিয়েছেন। খবর স্কাই নিউজের।

গোল্ডরিং বলেন, গেলো ১০ দিনে প্রায় সাত হাজার দাতা অর্থ দেয়া বন্ধ করে দিয়েছে। হাইতিতে ঘটা ওই যৌন কেলেঙ্কারির পর কতজন অর্থ দেয়া বন্ধ করে দিয়েছেন এমপিদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোল্ডরিং আরও বলেন, করপোরেট স্পন্সররা এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত বিবেচনা করছেন।

তিনি বলেন, তারা দেখতে চাইছে আমরা কী করেছি। আমাদের নীতিমালাগুলো কী কী। আর এ ঘটনায় তাদের ইমেজই বা কতটা নষ্ট হয়েছে সেগুলো তারা বিবেচনা করছে।

দুই ঘণ্টাব্যাপী ওই সেশনে গোল্ডরিংসহ অক্সফামের আরও দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমপিদের কাছে ক্রমাগতভাবে ক্ষমা চান।

২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে তাদের কার্যক্রম পরিচালনা করছিল আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এর তিন বছর পর অর্থাৎ ২০১৩ সালে অক্সফামে যোগ দেন গোল্ডরিং।

অভিযোগ উঠেছে হাইতিতে কার্যক্রম পরিচালনার সময় সেখানে সংস্থাটির শীর্ষ নেতৃত্ব কম বয়সী যৌনকর্মী ভাড়া করেছিল। আর ঘটনাটি জেনেও তা চেপে যায় দাতব্য এই সংস্থাটি।

এ/এসএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা
ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে থেকে
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh