• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন বিমান হামলায় টিটিপি নেতা মেহসুদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৮

মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা খালিদ মেহসুদ। সোমবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে সংগঠনটি।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন মেহসুদ। বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালালে বেশ কয়েকজন সঙ্গীসহ নিহত হন মেহসুদ।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, মেহসুদের মৃত্যুতে আরও দুর্বল হয়ে পড়বে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সক্রিয় তালেবান জঙ্গিরা।

পাকিস্তানের কর্মকর্তাদের দাবি নিরাপত্তা বাহিনীর অব্যাহতে অভিযানে টিটিপির অনেক জঙ্গি আফগানিস্তানের পালিয়ে গিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শাড়ি পরে স্কাইডাইভিংয়ে পুনে নারীর রেকর্ড!
--------------------------------------------------------

বিভিন্ন সময় আত্মঘাতী বোমা ও অন্য হামলায় জন্য দায়ী মনে করা হয় টিটিপিকে।

গেলো বছরের ডিসেম্বরে পেশোয়ারে একটি কলেজে এই জঙ্গি গ্রুপটি হামলা চালায়। ওই ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়। আহত হয় আরও ৩৬ জন।

খান সাইদ সাজনা নামেও পরিচিত ছিলেন মেহসুদ। ওই অঞ্চলে তথাকথিত ইসলামিক স্টেটের নেতা হাফিজ সাইদ খান নিহত হওয়ার পর মেহসুদই হচ্ছেন শীর্ষ কোনো জঙ্গি নেতা যিনি নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ হারালেন।

এদিকে মেহসুদের নেতৃত্বে জঙ্গি গ্রুপটি দক্ষিণ ওয়াজিরিস্তানে বিভিন্ন সেনা অবস্থানে হামলা চালায়। এমনকি পাকিস্তানের অন্যান্য স্থানেও হামলার পরিমাণ বৃদ্ধি করেছিল টিটিপি।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
X
Fresh