• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৬, ১২:৫৪

সিরিয়া ইস্যুতে আসছে সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের শান্তি আলোচনায় বসার ঘোষণা দিল রাশিয়া। আসছে শনিবার সুইজারল্যান্ডের লুসানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মধ্যে বৈঠকটি হবে।

গেলো মাসে পাল্টাপাল্টি অভিযোগে ভেস্তে যায় অস্ত্রবিরতি বাড়ানোর উদ্যোগ। এরই জেরে মস্কোর সঙ্গে সব ধরনের আলোচনা ভেঙে দেয় ওয়াশিংটন। এর ন’দিনের মাথায় ফের এ উদ্যোগ নেয়া হলো।

বৈঠকে সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর ও মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়ে আলোচনা হবে। এতে যোগ দেবে সৌদি আরব, ইরান ও তুরস্ক।

এদিকে সিরিয়ার পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সরকারি ও রুশ বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৮১ জন। আহত ৮৭। এদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

বিদ্রোহীদের এলাকা ছাড়তে সরকারের বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার পরপরই বিমান হামলা জোরদার করা হয়। এর আগে বুধবার ফিরদাউসের জনবহুল বাজারে বিমান হামলায় নিহত হন অন্তত ২৫ জন।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh