• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নেকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৪

ডেনমার্কে প্রকাশ্যে মুসলিম নারীদের নেকাব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। প্রস্তাবটি পার্লামেন্টে পাস হওয়ার মাধ্যমে আইনে পরিণত হলে তা লঙ্ঘনকারীকে ১৬৬ ডলার জরিমানা দিতে হবে।

ড্যানিশ আইনমন্ত্রী সোরেন পুলসেন বলেছেন, প্রকাশ্যে একে অপরের সঙ্গে সাক্ষাতের সময় মুখ ঢেকে রাখা ড্যানিশ সমাজে প্রচলিত মূল্যবোধের পরিপন্থী। এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা সরাসরি সাক্ষাতের সময় একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা প্রতিষ্ঠা করব।

অবশ্য এর আগে জরিপ চালিয়ে দেখা হয়েছে যে ডেনমার্কে এই আইন দ্বারা প্রভাবিত হবে ২০০ জনেরও কম নারী।

গত বছরের অক্টোবরে দেশটির সংসদে মুসলিম নারীদের নেকাব দিয়ে মুখ ঢাকার বিরোধিতা করে বেশির ভাগ রাজনৈতিক দল।

পরে এক ফেসবুক পোস্টে নেকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যানডার্স স্যমুয়েলসন।

২০১১ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স নিরাপত্তার কারণ দেখিয়ে জনসমক্ষে নেকাব নিষিদ্ধ করে। এছাড়া বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, জার্মানিতেও প্রকাশ্যে নেকাব পরা নিষিদ্ধ।

গত বছরের জুনে কিন্ডারগার্টেন, স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে নেকাব পরা নিষিদ্ধ ঘোষণা করে নরওয়ের সরকার।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী
ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে : পররাষ্ট্রমন্ত্রী
‘ইউরোপিয়ান ক্লাসিকো’তে বায়ার্নের মুখোমুখি রিয়াল মাদ্রিদ 
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
X
Fresh