• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রতি ২ ফেব্রুয়ারিতে কারও না কারও মৃত্যু হয় যে পরিবারে!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৫

২ ফেব্রুয়ারি। বছরের এই দিনটি একটি পরিবারের জন্য আতঙ্কের। কারণ গত কয়েক বছর ধরে এই দিনে পরিবারের কোনও না কোনও সদস্য মারা যায়। সিনেমার কাহিনী মনে হলেও এমনটা ঘটে চলছে ভারতের লক্ষ্মীপুরের মহেশপতি এলাকার একটি পরিবারে। খবর গাল্ফ নিউজের।

মহেশপতি এলাকায় পোখান রামের বাড়িতে গত কয়েকবছর ধরে চলছে এমন বিস্ময়কর ঘটনা। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি প্রথম তার এক আত্মীয় মারা যায়। এটাই শুরু।

এরপর ২০১৬ সালে একই দিনে অর্থাৎ ২ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তার ৩০ বছর বয়সের ভাই বচ্চন রাম মারা যান।

--------------------------------------------------------
আরও পড়ুন: মালদ্বীপে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
--------------------------------------------------------

২০১৭ সালের একই দিনে ফের তার পরিবারে মৃত্যুর ঘটনা ঘটে। মারা যায় তার ছোট ভাই ফেখান রাম। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি মারা যায় তার বাবা শখিন্দ্র রাম।

পোখান রাম বলেন, আগামী বছর আমি আবার কাকে হারাতে যাচ্ছি আমার জানা নেই। উপরওয়ালা জানেন। নাকি আমি নিজেই মারা যাব।

অদ্ভুত এ ঘটনা অবাক করেছে গ্রামবাসীকে। গ্রাম কাউন্সিল প্রধান বেনজির বানো বলেন, ‘বিষয়টি খুবই আশ্চর্যের হলেও সত্য।’

এদিকে অন্য গ্রামের কাউন্সিলের প্রতিনিধি যোগেন্দ্র সিং এটিকে শুধু কাকতালীয় ঘটনা বলেই বর্ণনা করেছেন।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
X
Fresh