• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সু চির বাড়িতে পেট্রলবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৬

ইয়াঙ্গুনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সু চির বাড়িতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তার দপ্তরের এক কর্মকর্তা। খবর এএফপি, সিএনএনের।

সু চির মুখপাত্র জ হতয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যখন বোমা হামলা চালানো হয়েছে তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেইপিদোতে অবস্থান করছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

এদিকে সু চির দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি নিশ্চিত করতে পারেননি তারা।

রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা শুরু হওয়ার পর নীরবতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েন সু চি।

যদিও রোহিঙ্গাদের ইচ্ছাকৃত টার্গেট করে হত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে সু চির সরকার।

মিয়ানমারের জান্তা সরকার ইয়াঙ্গুনের এই বাড়িতেই সু চিকে ১৫ বছর গৃহবন্দি করে রেখেছিলেন। ২০১০ সালে সু চিকে মুক্তি দেয়া হয়।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh