• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানি সাংবাদিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ অক্টোবর ২০১৬, ১৮:৩৯

পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক সাইরিল আলমেইদার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করলো দেশটির সরকার। সরকারি কর্মকর্তা এবং সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টুইটবার্তায় সাইরিল জানান, ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’-এ তার নাম আছে বলে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বিমানেও উঠতে দেয়া হবে না তাকে।

আরেক টুইটবার্তায় এ সাংবাদিক জানান, দ্বিধা, দুঃখ। আর কোথাও যাবার ইচ্ছা নেই। এটাই আমার বাড়ি। পাকিস্তান।

গেলো শনিবার পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’-এ সাইরিলের প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, জঙ্গিবাদের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছে পাকিস্তান। তাই দেশটির বেসামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সেনাবাহিনীকে বার্তা পাঠানো হয়েছে।

তবে পাকিস্তান সরকার এ প্রতিবেদনকে সম্পূর্ণ সাজানো বলে দাবি করেন। ‘ডন’র পক্ষ থেকে বলা হয়, তারা বিষয়টি সম্পর্কে যাচাই-বাছাই করার পরই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh