• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৫ জনে। দেশটির কর্মকর্তারা জানাচ্ছেন, এ ঘটনায় আরও ১৫৮ জন আহত হয়েছেন।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর বিবিসি ও রয়টার্সের।

কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে এই বিস্ফোরণ ঘটে। ওই এলাকাটিতেই ইউরোপিয়ান ইউনিয়ন ও আফগান হাই পিস কাউন্সিলের অফিস অবস্থিত। ব্যস্ত কর্মদিবসে চালানো হামলার সময় ওই এলাকাটিতে প্রচুর লোকজন ছিল।

তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে এই হামলা চালায় জঙ্গিরা।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর বিদেশি দূতাবাস ও শহরে পুলিশের সদরদপ্তরে মানুষ আশ্রয় নেয়। এসময় শহরের বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে গেলো সপ্তাহে কাবুলে বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh