• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পকে নিয়ে জার্মান ম্যাগাজিনের উপহাস!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৫২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রুপ ও উপহাসের পাত্র হয়েছেন অসংখ্যবার। এরই মধ্যে তাকে নিয়ে কৌতুকের সংখ্যা অতীতের যে কোনো নেতাকে ছাড়িয়ে গেছে। আগামী চার বছরের শাসনকাল এমনকি তার পরবর্তী সময়েও হাসির খোরাক হয়ে থাকতে পারেন ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ট্রাম্প। সম্প্রতি জার্মান প্রকাশনা 'ডের স্পিজেল' তাদের প্রচ্ছদে ট্রাম্পকে উপহাস করে ছবি ছাপিয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

ট্রাম্পকে নিয়ে ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ নামে একটি বই প্রকাশ করেন মার্কিন সাংবাদিক মাইকেল উলফ। এরপরই নতুন করে এ বিতর্কে ট্রাম্প। উলফ তার বইয়ে লিখেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে। তিনি ১০ মিনিটের মধ্যে একই কথা অন্তত তিনবার বলেন।

যদিও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে এসব তথ্য ভুল।

--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্পে খুশি ১৬ শতাংশ মানুষ!
--------------------------------------------------------

এরপর বর্ণবাদী বির্তকে জড়িয়ে পড়েন ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমের কাছে দাবি করছেন তিনি বর্ণবাদী নন। তিনি বলেন, আমি বর্ণবাদী নই। আপনাদের সাক্ষাৎকার নেয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বর্ণবিদ্বেষী আমি।

আর এরই মধ্যে জার্মান ম্যাগাজিন 'ডের স্পিজেল' তাদের প্রচ্ছদে ট্রাম্পকে উপহাস করে ছবি ছাপিয়েছে নতুন বোমা ফাটাল।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট পুতিনের ছবি তাদের প্রচ্ছদে ছেপে পরিহাস করেছিল জার্মান এই ম্যাগাজিন।

আরও পড়ুন

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
৩০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন : ব্লিঙ্কেন
X
Fresh