• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৪০

ভারতের ঝাড়খণ্ড প্রদেশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

গত রোববার গুমলা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠানে যোগদান শেষে ১৬ জন তিন চাকার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই মারা যান ১২ জন।

--------------------------------------------------------
আরও পড়ুন: অদ্ভুত রং অস্ট্রেলিয়ার আকাশজুড়ে!
--------------------------------------------------------

এছাড়া আহতদের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে নেয়া হয়। অবৈধ বালি বহনকারী ওই ট্রাকের চালক পালিয়েছেন।

গুমলার পুলিশ কর্মকর্তা আংশুমান কুমার জানান, দুর্ঘটনা পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চলছে।

তিনি আরো জানান, ট্রাকের ধাক্কায় রিকশা ভেঙে চুরমার হয়ে গেছে। ১২ জন নিহত হন। গুরুতর আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মুখ্যমন্ত্রী বঘুবর দাস এবং অ্যাসেম্বলি স্পিকার দিনেশ ওরাওন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

কে/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
X
Fresh