• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি ২০১৮, ২০:৪৪

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে। তারা বলছে, চক্রটির মূল হোতার নাম ‘এবং বাংলা’। খবর মালয়েশিয়ার স্টার অনলাইনের।

অভিবাসন বিভাগ বলছে, শুক্রবার প্রথম প্রহরে একটি অভিযানে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্যদের সঙ্গে গ্রেপ্তার করা হয়।

অভিবাসন মহাপরিচালক মুস্তাফার আলি বলেছেন, আমরা কয়েক সপ্তাহ ধরে শাহ আলমে একটি বাড়ির ওপর নজর রাখছিলাম। পরে অভিবাসন কর্মকর্তারা অতর্কিত অভিযান চালিয়েছে ৫০ জনকে আটক করেছে।

তিনি বলেন, ওই ব্যক্তিরা অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত ছিল। তারা প্রথমে ঢাকা থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় যায়। পরে তারা নৌকায় করে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ করে।

মুস্তাফার বলেন, আটককৃত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। তারা কালোতালিকাভুক্ত হওয়ায় মালয়েশিয়ায় বিমান যোগে আসতে পারেননি।

এই কর্মকর্তা আরো বলেন, ওই ব্যক্তিরা এর আগেও মালয়েশিয়ায় এসে ধরা খেয়েছিলেন। হয় তারা অবৈধভাবে কাজ করার সময় বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করার দায়ে ধরা পড়েছিলেন। এজন্য তারা কালোতালিকাভুক্ত হয়েছিলেন। তাই বৈধ উপায়ে তাদের মালয়েশিয়া প্রবেশের পথ বন্ধ হয়ে গিয়েছিল।

এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৩ হাজার মালয়েশিয়ান রিঙ্গিতও উদ্ধার করা হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh