• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনি সেই সাহসী কিশোরীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৮, ১০:০৫

দুই ইসরায়েলি সেনাকে চড় মেরে আলোচিত ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে তেল আবিব। তার বিরুদ্ধে শারীরিক হামলা ও পাথর ছোঁড়াসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

এর আগে একটি ভিডিওতে দেখা যায়, ১৭ বছর বয়সী আহেদ ও তার কাজিন ওই ইসরায়েলি সেনাদের চড় ও লাথি মারছে। পরে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।

যদিও পরিবারের দাবি অধিকৃত পশ্চিম তীরে বৈধ আন্দোলনেই অংশ নিয়েছিল আহেদ ও তার কাজিন নূর তামিমি।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেনারা ফিলিস্তিনিদের পাথর ছোঁড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল।

গেলো ১৫ ডিসেম্বর ওই ভিডিওটি ধারণ করা হয়। সেখানে দেখা যায় একদল নারী সঙ্গে আহেদও দুই ইসরায়েলি সেনাকে চলে যেতে বলছিল, ধাক্কা মারছিল ও লাথি দিচ্ছিল।

এদিকে রোববার নূর তামিমির বিরুদ্ধে শারীরিক হামলা ও দায়িত্ব পালনের বাধা দেয়ার অভিযোগ গঠন করা হয়। এসময় আহেদের মা যিনি ওই ভিডিওটি ধারণ করে ফেসবুকে ছাড়েন, তার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়।

অন্যদিকে ১৫ ডিসেম্বরের ওই ঘটনার তিনদিন পর আহেদকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। আহেদের বাবা বাসেম তামিমি বলেন, তাকে গ্রেপ্তারের সময় সেনারা কাঁদানে গ্যাস ছোঁড়ে ও জানালা ভেঙে ফেলে।

সুপরিচিত এই অধিকার কর্মী আরো বলেন, ইসরায়েলি সেনাদের ছোঁড়া রাবার বুলেটে আহত হন আহেদের ১৪ বছর বয়সী কাজিন মোহাম্মেদ।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh