• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সেই বোনোই এখন সু চির পদত্যাগ চান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:২২

একসময় অং সান সু চিকে নিয়ে গান বেঁধেছিলেন রক ব্যান্ড ইউ-টু’র বোনো। ওই গানের জন্য তাদের ব্যান্ড পেয়েছিল সঙ্গীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক গ্র্যামি অ্যাওয়ার্ডও। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সু চির ভূমিকার কারণে এখন তার পদত্যাগ চাইছেন সেই বোনোই। খবর বিবিসির।

সু চির গৃহবন্দিত্বকালীন সময়ে তার মুক্তির দাবিতে জনমত গঠনকারীদের একজন ছিলেন বোনো। এমনকি ২০০০ সালে সু চিকে নিয়ে গান পর্যন্ত বেঁধেছিলেন তিনি। 'ওয়াক অন' নামের ওই গানটি ২০০২ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পায়।

কিন্তু রোহিঙ্গা শরণার্থী সংকট এবং সেখানে রক্তপাতের ছবি দেখে অবস্থান পাল্টেছেন বোনো।

রোলিং স্টোন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সত্যিই অসুস্থবোধ করছি। কারণ সব প্রমাণ যেদিকে অঙ্গুলি নির্দেশ করছে তা দেখে আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। কিন্তু সেখানে আসলেই জাতিগত নির্মূল অভিযান চলছে।

জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন ইতোমধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যা ঘটছে তাকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করেছে।

এর আগে আরেক আইরিশ পপ তারকা বব গেলডফ একইভাবে সু চির তীব্র সমালোচনা করেন। পরে সিটি অব ডাবলিন সু চিকে দেয়া ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ পুরস্কার প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে সু চির গণতান্ত্রিক আন্দোলনে অনেক তারকাও তার প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এ/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh