• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি দুই সাংবাদিককে মুক্তি দিল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬

মিয়ানমারে ড্রোন দিয়ে ছবি তোলার ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে দেশটির সরকার। তাদের দুই সহযোগীকেও এসময় ছেড়ে দেয়া হয়েছে। খবর বিবিসি, টাইমের।

ওই চারজন হচ্ছেন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টার্কিশ রেডিও ও টেলিভিশনের ক্যামেরা পারসন লাউ হন মেং, প্রতিবেদক মক চাই লিন ও তাদের স্থানীয় দোভাষী অং নেইং সোয়ে ও চালক হ্লা থিও।

শুক্রবার সকালে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে মিয়ানমারের ১৯৩৪ সালের এয়ারক্রাফট আইনে মামলা দায়ের করা হয়েছিল।

তবে এমন আচমকা ছাড়া পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অং নেইং সোয়ে। তিনি বলেন, আমাদেরকে হঠাৎই গ্রেপ্তার করা হয়। আবার আচমকাই আমাদের ছেড়ে দেয়া হলো। গতকাল রাত পর্যন্তও আমরা জানতাম যে আজ সকালে আমাদের ছেড়ে দেয়া হচ্ছে।

গেলো ১১ নভেম্বর মিয়ানমারের একটি আদালত এই চারজনকে দুই মাসের কারাদণ্ড দেয়। তবে এ সাজার প্রেক্ষিতে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির পার্লামেন্টের কাছে হেলিকপ্টার থেকে ড্রোন দিয়ে ছবি তোলার সময় ওই চারজনকে আটক করা হয়।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh