• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মিশরে সাংবাদিক সংগঠনের তহবিল বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:০৪

পাওনা পরিশোধ না করায় সাংবাদিক সংগঠনের এক কোটি ৩০ লাখ মিশরীয় পাউন্ড অর্থাৎ সাত লাখ ৩০ হাজার ডলারের তহবিল বাজেয়াপ্ত করেছে মিশরের আলেকজান্দ্রিয়া সরকার।

সংগঠনটির সদস্য মাহমুদ কামেল ফেসবুকে লিখেছেন, কাউন্সিলের ম্যান্ডেট অনুসারে অনুষ্ঠিত কাউন্সিলের সময়ে আমি ও আমার চার সহকর্মী মিলে সিন্ডিকেটকে কয়েকবার এই বিষয়ে সতর্ক করেছিলাম। গতকালও গভর্নরের সিদ্ধান্তের বিষয়ে একটি জরুরি বৈঠক আহ্বান করা হয় কিন্তু সাড়া পাওয়া যায়নি।

তিনি লিখেছেন, সিন্ডিকেটে সাবেক প্রধান ইয়াহিয়া কোলাশ আলেকজান্দ্রিয়ার গভর্নরের সঙ্গে বৈঠকে প্রথম কিস্তিতে পাঁচ লাখ পাউন্ড দিতে চেয়েছিলেন। বাকি অর্থ পরের কিস্তিতে শোধ করা হবে বলে জানানো হয়েছিল।

তিনি আরো লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে বর্তমান কাউন্সিল এই বিষয়ে মনোযোগও দেয়নি, খোঁজও রাখেনি। সিন্ডিকেটের কর্মকর্তাদের ফোনে পাচ্ছেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে বুধবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কে/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
X
Fresh