• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় বাহিনীর গুলিতে নিহত তিন পাকিস্তানি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭

দুইদিন পর পাকিস্তানের হামলার জবাব দিল ভারত। সোমবার ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এসময় পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যও আহত হয়েছেন।

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে রাওলাকোট সেক্টরের রাখচিকরিতে মঙ্গলবার প্রথম প্রহরে এ হামলা চালায় ভারতীয় সেনারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে মঙ্গলবারের হামলা ‘বিনা উস্কানিতে’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছে।

ওই বিবৃতিতে বলা হয়, 'বিনা উস্কানিতে’ গুলি চালানোর জন্য ভারতের সেনাবাহিনী দায়ী। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে।

এর আগে শনিবার লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে একজন মেজরসহ তিন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

জম্মু-কাশ্মীরের রাজৌরির কেরি সেক্টরে টহলরত ভারতীয় সেনাদের ওপর গুলি ছোঁড়ার ঘটনায় তারা নিহত হন। শনিবারের ওই হামলার জবাব দিতেই সোমবার হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।

নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পাকিস্তান ও ভারতের সেনারা প্রায়ই পরস্পরকে দায়ী করে থাকে। ভারত ও পাকিস্তান কাশ্মীর সীমান্তে যুদ্ধ না করার ব্যাপারে ২০০৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। কিন্তু দুই দেশের সেনাবাহিনী এ পর্যন্ত বহুবার ওই চুক্তি লঙ্ঘন করেছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh