• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ব্রেক্সিট প্রক্রিয়া শুরু মার্চে

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ অক্টোবর ২০১৬, ১২:১৪

আসছে মার্চের শেষে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া শুরু করবে ব্রিটেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

তিনি বলেন, লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, চলতি বছর ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু করবে না তার সরকার। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়েছিল।

২০১৭ সালে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরুর দু’বছরের মধ্যে অর্থাৎ ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়তে পারে যুক্তরাজ্য।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের ব্যাপারে ভোটাভুটি হয় ২০১৬ সালের ২৩ জুন। ওই ভোটে ইইউ ত্যাগের পক্ষে রায় দেন ব্রিটিশ নাগরিকেরা।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh