• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে ফের হামলা, ১ জওয়ান ও ২ হামলাকারী নিহত

অারটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ অক্টোবর ২০১৬, ০৯:১২

ভারতের জম্মু কাশ্মিরে সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালাল জঙ্গিরা। এ হামলায় এক জওয়ান এবং দু’জন হামলাকারী নিহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার রাত সাড়ে ১০ টায় শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের বারমুল্লা সেনাঘাঁটি ও বিএসএফের ছাউনিতে এ হামলা চালানো হয়। তিন বা চারজন জঙ্গি আলাদাভাবে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়।

ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। এসময় এক বিএসএফ সদস্য নিহত হয়। নিহত হয় দুজন হামলাকারীও। প্রায় দু’ঘন্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, বারমুল্লা সেনাঘাঁটিতে হামলা ছিল আত্মঘাতী।

গেল ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত হয়। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তান।

এফএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh