• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিউ ইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে ম্যানহাটনের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।

টুইটারে দেয়া পোস্টে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ম্যানহাটনের এইট অ্যাভিনিউয়ের ৪২ নম্বর রোডে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এনওয়াইপিডি সেখানে আছে। এ সি ও ই লাইন থেকে মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। এগুলো প্রাথমিক তথ্য, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পরবর্তীতে আরেকটি টুইটে জানানো হয় যে বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন ছাড়া কেউ আহত হয়নি বলে জানানো হয়েছে।

বাস টার্মিনাল ও টাইম স্কয়ার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এনওয়াইপিডি।

এবিসি নিউজ পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভবত বাস টার্মিনালের নিচে ‘পাইপ বোমা’ বিস্ফোরণ ঘটানো হয়েছে। পোর্ট অথরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাস টার্মিনাল। প্রতি বছর সাড়ে ৬ কোটি মানুষ এই টার্মিনাল ব্যবহার করে।

বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কয়েকটি সাবওয়ে ট্রেন লাইন খালি করে ফেলা হয়েছে।

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ম্যানহাটানের মধ্যাঞ্চলে পোর্ট অথরিটি বাস টার্মিনালে একটি দুর্ঘটনার খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গেছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh