• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্যিক সিনেমার অনুমতি দিচ্ছে সৌদি আরব

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫০

এবার সৌদি আরবে বাণিজ্যিক সিনেমা চালানোর অনুমতি দেয়া হচ্ছে। আগামী বছরের মার্চ থেকে শুরু হবে বাণিজ্যিক সিনেমা প্রদর্শনী।

তিন দশকেরও বেশি সময় সৌদি আরবে বাণিজ্যিক সিনেমার ওপর নিষেধাজ্ঞা দেয়া আছে। এতো বছর পর বাদশাহ সালমানের যুগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হলো। খবর বিবিসি।

দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় বলছে তারা শিগগিরই সিনেমার লাইসেন্স দেয়া শুরু করবে।

ক্রাউন প্রিন্স সালমানের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এমন ঘোষণা এলো দেশটির পক্ষ থেকে।

যদিও সম্প্রতি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ সিনেমার বিষয়ে সতর্ক করেছিলেন।

তার মতে সিনেমার অনুমোদন দেয়া হলে তা নৈতিকতাকে দূষিত করবে।

১৯৭০ এর দশকে সিনেমা দেখা যেতো সৌদি আরবে।

কিন্তু পরে ধর্মীয় নেতাদের চাপে সিনেমা নিষিদ্ধ করা হয়েছিলো সেখানে।

বর্তমান যুবরাজ ও সৌদির ভবিষ্যত ক্ষমতার উত্তরাধিকারী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নারীদের যোগ ব্যায়ামের অনুমতি ও সৌদি নারীদের গাড়ি চালানো এবং স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেয় দেশটির সরকার। আর এবার আনুমতি দেয়া হচ্ছে সিনেমা হলের।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
X
Fresh