• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আলেপ্পোয় বিমান হামলায় হাসপাতাল বন্ধ

অনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর ২০১৬, ১০:৩৪

সিরিয়ার আলেপ্পোয় রাশিয়া ও সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলায় বন্ধ হয়ে গেলো শহরের সর্ববৃহৎ হাসপাতাল। এতে দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি জানায়, ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে এম-১০ নামের ওই হাসপাতালটিতে। এতে হাসপাতালটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
এ নিয়ে তিনবার বিমান হামলা চালানো হলো এ হাসপাতালটিতে। এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সংস্থাটি জানায়, চলতি সপ্তাহে আলেপ্পোতে মারা গেছেন অন্তত ৪শ’ বেসামরিক নাগরিক।
এদিকে হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এক মুখপাত্র।

এফএস/জেএইচ


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh