• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি উত্তর কোরিয়া: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:২০

উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে। এমনটা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। আর এ তথ্য বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার ভিয়েনায় একটি আন্তর্জাতিক সম্মেলনে উভয় নেতার দেখা হয়।

তবে তাৎক্ষণিকভাবে রেক্স টিলারসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো আলোচনায় বসতে পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে হবে এটাই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান।

ভিয়েনার ওই সম্মেলনে লেভরভ বলেন, উত্তর কোরিয়ার প্রাধান্য হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা। আমরা সেটিকে সমর্থন করতে রাজি আছি। আমরা এ ধরনের আলোচনায় অংশ নিতে চাই।

ছয় বছর পর জাতিসংঘের শীর্ষ কোনো কর্মকর্তা পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিইয়ং-হো’র সঙ্গে বৈঠক করেন। ওই কর্মকর্তা জেফরি ফেল্টম্যান একজন মার্কিনি এবং সাবেক একজন আমেরিকান কূটনীতিকও। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেল্টম্যানকে ওয়াশিংটনের কোনো বার্তা দিয়ে পিয়ংইয়ং পাঠায়নি দেশটি।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ ধরনের কূটনীতিক প্রচেষ্টা লক্ষ্য করা গেলো। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে জটিলতা দেখা দেয় গেলো ২৯ নভেম্বর। তখন উত্তর কোরিয়া হোয়াসং-১৫ নামে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যেটি ওয়াশিংটন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

এ/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh