• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে বুধবার লন্ডনের এক আদালতে হাজির করা হয়। উত্তর লন্ডনের বাসিন্দা ২০ বছরের এই যুবক লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন। খবর বিবিসি।

এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রীটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী থেরেসা মে কে হত্যার ষড়যন্ত্র করেছিল।

জাকারিয়া রহমান অবশ্য আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

আদালত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। আগামী ২০শে ডিসেম্বর তাকে আবারো উচ্চতর আদালতে হাজির করা হবে।

লন্ডনে সন্ত্রাস-বিরোধী পুলিশ গতমাসে বাংলাদেশি বংশোদ্ভূত এই যুবককে গ্রেপ্তার করে। তবে আজ বুধবার তার নাম পরিচয় প্রকাশ করা হলো।

এই যুবকের বিরুদ্ধে আরো একটি সন্ত্রাসের অভিযোগ দায়ের করা হয়েছে, সে পাকিস্তানী বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিলো। ঐ তরুণকেও একইসঙ্গে আদালতে হাজির করা হয়।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহায়তার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
শেখ হাসিনাকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
X
Fresh