• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোগীর পেটে শেভিং ব্লেড ও কাঁচের টুকরো

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ নভেম্বর ২০১৭, ২১:১১

অস্ত্রোপচার করতে গিয়ে রোগীর পেটে একটি শিকল, ২৬৩টি কয়েন, ১০ থেকে ১২টি শেভিং ব্লেড, চারটি বড় সুই, তারকাটা, কাঁচের টুকরোসহ পাঁচ কিলোগ্রামের বেশি লৌহ দ্রব্য পেলেন চিকিৎসকরা।

আশ্চর্যজনক এই অস্ত্রোপচারের ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রিবা জেলার সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচারের পর এখন রোগী পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওই রোগীর নাম মোহাম্মদ মাকসুদ। তিনি মধ্যপ্রদেশের সাটনা জেলার সোহাভাল গ্রামের বাসিন্দা। গত ১৮ নভেম্বর ৩২ বছর বয়সী যুবক মোহাম্মদ মাকসুদ পেট ব্যথা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন।

গত রোববার হাসপাতালটির চিকিৎসক ডা. প্রিয়াঙ্ক শর্মা জানান, মাকসুদের পেট ব্যথার কারণ খুঁজতে অন্যান্য কিছু পরীক্ষার পাশাপাশি এক্সরে করানো হয়, তাতেই ব্যথার কারণ শনাক্ত হয়। শুক্রবার ছয়জন চিকিৎসকের একটি দল তার অস্ত্রোপচার করে।

তিনি জানান, কাঁচের টুকরাগুলো বাদে মাকসুদের পেট থেকে বের করা অন্যান্য জিনিসগুলোর মোট ওজন পাঁচ কিলোগ্রাম।

এই চিকিৎসক জানান, রোগীর মানসিক অবস্থা ভালো ছিল না এবং গোপনে তিনি ওইসব জিনিস গিলে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

রিবার হাসপাতালে আনার আগে সাটনায় ছয়মাস মাকসুদের চিকিৎসা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

কে/এমসি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh