• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তরুণীর পেটে দেড় কেজি চুলের বল!

অনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৭, ১৪:৩৩

দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন ভারতের ইনদোরের এক তরুণী। ঠিকমতো খেতেও পারছিলেন না। একদিন ব্যথা চরমে ওঠে। চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এর প্রেক্ষিতে চলে অস্ত্রোপচার। তারপর ওই তরুণীর পেট থেকে বের হলো দেড় কেজি ওজনের একটা আস্ত বল। আর বলটা হলো চুলের। চুল খেয়ে খেয়ে এই বলটি বানিয়েছেন তিনি। খবর এনডিটিভি।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, সরকারি মহারাজা যশবন্তরাও হাসপাতালে ওই তরুণীর অস্ত্রোপচার চলে।

চিকিৎসক আর কে মাথুরের নেতৃত্বাধীন পাঁচজন চিকিৎসকের একটি দল গতকাল বুধবার এই অস্ত্রোপচার করে। তরুণীর অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকেরা বলছেন, ওই নারী মানসিক রোগে আক্রান্ত। তিনি মাথা থেকে চুল ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেলতেন। অনেক দিন ধরে পাকস্থলীর মধ্যে থেকে থেকে সেই চুলগুলো বলের মতো হয়ে গেছে।

চিকিৎসক মাথুর বলেন, পেট থেকে চুল বের করা না হলে ওই নারীর স্বাস্থ্যগত গুরুতর সমস্যা হতে পারত।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্তে কমিটি
পুলিশের সামনে মিথিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম
X
Fresh