• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খোলা জায়গায় মূত্রত্যাগ করে বিতর্কে মন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ নভেম্বর ২০১৭, ২০:৩৯

মোদি সরকার যখন দেশজুড়ে স্বচ্ছতা অভিযানের কথা ফলাও করে প্রচার করছে, তখন সেই বিজেপি সরকারেরই এক মন্ত্রী রাস্তার পাশে খোলা জায়গায় মূত্র ত্যাগ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তিনি মহারাষ্ট্রের জলসংরক্ষক মন্ত্রী রাম শিন্দে।

সোলাপুর-বারশি রোড ধরে ফিরছিলেন শিন্দে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাকে মূত্রত্যাগ করতে দেখা যায়। মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। প্রশ্ন উঠতে শুরু করে সরকার যখন দেশবাসীকে স্বচ্ছতা নিয়ে সচেতন করছেন, এক জন জনপ্রতিনিধি হয়ে তিনি এ কাজটা করলেন কীভাবে?

সংবাদ সংস্থা পিটিআইকে শিন্দে জানান, জলযুক্ত শিভার প্রকল্পের জন্য গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে তাকে। দীর্ঘ সফরযাত্রা, উচ্চ তাপমাত্রা এবং রাস্তার ধুলোর কারণে তিনি অসুস্থবোধ করছিলেন। রোববারও সফরে বেরিয়েছিলেন। সফরের সময় রাস্তায় কোনো শৌচালয় খুঁজে পাননি, তাই এক প্রকার বাধ্য হয়েই খোলা জায়গায় মূত্র ত্যাগ করতে হয়েছে তাকে।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh