• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অগ্রহণযোগ্য: সৌদির গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর ২০১৭, ১৪:৫৩

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল-শেখ ইহুদিদের বিরুদ্ধ লড়াই এবং তাদের হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করে ফতোয়া জারি করেছেন। আর এমন ফতোয়ার প্রেক্ষিতে ইসরায়েলের এক মন্ত্রী মুফতি আব্দুল আজিজকে তেল আবিবে আমন্ত্রণ জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

গ্র্যান্ড মুফতি তার ফতোয়ায় ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী গ্রুপ হিসেবেও উল্লেখ করেছেন।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আয়ুব কারা এক টুইট বার্তায় লেখেন, গ্র্যান্ড মুফতিকে তার এই ফতোয়ার জন্য আমরা স্বাগত জানাই।

হামাসকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে উল্লেখ করায় গ্র্যান্ড মুফতিকে স্বাগত জানান কারা। তিনি বলেন, আমি গ্র্যান্ড মুফতিকে ইসরায়েল সফরে আমন্ত্রণ জানাই। তাকে ইসরায়েলে উচ্চ পর্যায়ের সম্মান দেয়া হবে।

এর আগে এক টেলিভিশন অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে গ্র্যান্ড মুফতি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা অগ্রহণযোগ্য। এ সময় গ্র্যান্ড মুফতি হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও উল্লেখ করেছেন।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ইসরায়েলের ‘অবিভক্ত এবং স্থায়ী রাজধানী’ উল্লেখ করে দেশটি তাদের অংশ হিসেবে ওই অঞ্চলকে যুক্ত করে। তবে ইসরায়েলের ওই দখলদারির স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। এটাকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ‘অবৈধ দখলদারিত্ব’ হিসেবে বিবেচনা করে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সংহতি
যে কারণে ইসরায়েলকে আইসিসির সতর্কবার্তা
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার জিতলেন ফিলিস্তিনি সাংবাদিকরা
X
Fresh