• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদির সমর্থনে গোপনে কূটনীতিক প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ নভেম্বর ২০১৭, ০৮:৫২

ফাঁস হওয়া একটি গোপন খবরে জানা গেছে, ইসরায়েল বিভিন্ন দেশে তাদের দূতাবাসকে সৌদির সাম্প্রতিক কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে লবি করতে বলেছে। কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল যে এই অঞ্চলে উত্তেজনা ছড়াতে ইসরায়েল ও সৌদি আরব জোটবদ্ধ হয়ে কাজ করছে। খবর আল-জাজিরার।

আর এ তথ্য ফাঁস করেছে ইসরায়েলেরই একটি সংবাদ মাধ্যম চ্যানেল টেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই বার্তায় ইরান এবং হিজবুল্লাহ ‘এই অঞ্চলে শান্তি’ বিনষ্ট করছে এমন বিষয়ের ওপর লবি করতে বলা হয়েছে।

এর মধ্য দিয়ে রিয়াদের সাম্প্রতিক অভিযোগগুলোরই প্রতিধ্বনি লক্ষ করা গেলো তেল আবিবের ওই বার্তায়। মধ্যপ্রাচ্যে শান্তি নষ্টের জন্য ইরান এবং হিজবুল্লাহর দিকে বেশ কিছু ধরেই অভিযোগ করে আসছে রিয়াদ।

তবে কয়েকজন বিশ্লেষক বলছেন, দৃশ্যত আরব বিশ্বের আভ্যন্তরীণ এমন একটি বিষয়ে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ ‘খুব বিরল’ একটি ঘটনা।

এদিকে সাবেক এহুদ বারাক সরকারের একজন উপদেষ্টা ইয়োসি আলফার এটিকে ‘অপরিণামদর্শী’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, বিশ্বের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য সত্যি কি ইসরায়েলের প্রয়োজন আছে সৌদির?

তবে অন্যরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো এই অঞ্চলের অস্থিতিশীল অবস্থা থেকে ফায়দা লুটতে চাচ্ছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
X
Fresh