• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিপিএ’র চেয়ারপারসন হলেন ক্যামরুনের লিফাকা

অনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৬

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামরুনের ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোয়া লিফাকা। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হলেন।

আজ (মঙ্গলবার) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে ভোট অনুষ্ঠিত হয়।

সিপিএর মহাসচিব আকবর খান ভোটের ফল ঘোষণা করেন।

নির্বাচনে লিফাকা ১৯২ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপর দুই প্রার্থী কোক আইল্যান্ডের নিক্কি র‍্যাটেল পান ৭০ ভোট। ক্যারিবীয় দ্বীপ মনসেরাতের শার্লি এম ওসবোর্ন পেয়েছেন ১৫ ভোট।

বর্তমানে সিপিএ-এর ভাইস চেয়ারপারসনের দায়িত্বে থাকা মনজোবা লিফাকা ড. শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমিলিয়া মনজোবা লিফাকা সাংবাদিকদের বলেন, সিপিএ-এর যেসব অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে, সেগুলো নিয়েই কাজ করব।

নতুন চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়ে বিদায়ী চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন ধারণা নিয়ে সিপিএ এগিয়ে যাবে বলে আমি আশা করি।

বর্তমান চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ মঙ্গলবার (৭ নভেম্বর) শেষ হয়। বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
বিঘ্ন হচ্ছে ইন্টারনেট সেবা
নেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতার দাবি, ২ দিনের আল্টিমেটাম
X
Fresh