• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার নির্বাচনে এগিয়ে পুতিনের দল

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত দল ইউনাইটেড রাশিয়া। নির্বাচনের আংশিক ফলাফলে এ তথ্য জানা যায়।

রোববার ভোটগ্রহণ সম্পন্ন হয়। শুরু হয় গণনা। মোট ভোটের ৭৫ শতাংশ গণনার পর দেখা গেছে ইউনাইটেড রাশিয়া ৫৪ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।

১৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ডানপন্থী দল এলডিপিআর এবং ১৪ দশমিক ২ শতাংশ নিয়ে তৃতীয় রাশিয়ান কমিউনিস্ট পার্টি। ৬ দশমিক ২ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে ফেয়ার রাশিয়া।

নির্বাচনে অংশ নিয়েছিল আরো দশটি দল। তবে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো ভোট পায়নি।

প্রথমবারের মতো এবার ক্রিমিয়ায় পার্লামেন্টারি নির্বাচন করছে রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রুশ ফেডারেশনে যুক্ত করে রাশিয়া সরকার। ক্রিমিয়ায় নির্বাচন করা নিয়ে রাশিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন।

রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। জনগণের ভোটে এর নিম্নকক্ষের ৪৫০ জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh