• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুর্দিস্তানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৭, ১০:০৮

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ভাইস প্রেসিডেন্ট কোরসাত রাসুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বাগদাদের একটি আদালত এই পরোয়ানা জারি করে। ইরাকি বাহিনী গত সপ্তাহে বিতর্কিত কিরকুক প্রদেশ ‘দখল’করেছে রাসুল এমন মন্তব্য করার পর এই পরোয়ানা জারি করা হলো। খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, এবিসির।

তবে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা উত্তরাঞ্চলীয় কুর্দিশ প্রশাসনের ওপর বাগদাদের তেমন কোন নিয়ন্ত্রণ নেই।

আদালত কোরসাত রাসুলকে দেশটির সেনাবাহিনীকে ‘অপমান’করার বিষয়ে অভিযুক্ত করেছে। দেশটির আইন অনুযায়ী যা নিষিদ্ধ।

ইরান সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে ইরাকের বাহিনী সোমবার তেল-সমৃদ্ধ শহর কিরকুকে প্রবেশ করে। ফলে কুর্দিশ মিলিশিয়া যারা পেশমার্গা নামা পরিচিত, অল্পবিস্তর লড়াইয়ের পর সেখান থেকে পালিয়ে যায়।

ইসলামিক স্টেটের কাছে ইরাকি বাহিনী উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো হারালে ২০১৪ সালে কুর্দরা শহরটির নিয়ন্ত্রণ নেয়।

কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র বলে মনে করে। বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তান আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করে। কিরকুকেও ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় এর আগে কিরকুকের সদ্য সাবেক গভর্নর নাজমিদ্দিন কারিমকে অপসারণ করে ইরাকি পার্লামেন্ট।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জামিন পেলেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট আলতাফ
X
Fresh