• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেপোলিয়নের মুকুটের হীরা নিলামে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৪৫

মুকুটে বেশ বড়সড় হীরার টুকরা। নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে চতুর্দশ লুইসহ ফ্রান্সের অনেক সম্রাটের মাথায় ছিল ওই হীরার টুকরা । বুধবার ক্রিষ্টি অকশান হাউস নামে একটি সংস্থা জানায় আগামী মাসে জেনেভাতে ওই হীরার নিলাম অনুষ্ঠিত হবে। খবর আল আরাবিয়া ।

আল আরাবিয়া’র খবরে বলা হয়, ‘ল্য গ্রান্ড মাযারিন’ নামে সেই গোলাপি রংয়ের হীরাটি ১৯.০৭ ক্যারট ওজনের। ১৬৬১ সালে ফরাসী সম্রাট চতুর্দশ লুই এটি উপহার হিসেবে পেয়েছিলেন। মুকুটে বসানোর পর তার পরবর্তী সকল সম্রাটই মাথায় এই হীরার টুকরাটি রেখেছিলেন। ষোড়শ লুইয়ের হত্যাকাণ্ডের পর নেপোলিয়ন বোনাপার্ট সম্রাট হলে তিনিও এই হীরা মাথায় দিয়েছিলেন।

ক্রিস্টির অকশন হাউসের চেয়ারম্যান ফ্রাসোঁ কুরিয়েল বলেন, ‘এটা হচ্ছে সৌন্দর্য্যের অনন্য নিদর্শন।’

তিনি আরো বলেন, ‘এটি ইউরোপের ৩৫০ বছরের ইতিহাসের সাক্ষী।’

উল্লেখ্য, নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসল ছিলেন। তিনি নেপোলিয়ন ১ নামে ১১ নভেম্বর, ১৭৯৯ থেকে ৬ এপ্রিল ১৮১৪ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি ইতালির রাজাও ছিলেন। এছাড়া তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষকও ছিলেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh