• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হিলারিকে আবারো প্রেসিডেন্ট নির্বাচন করতে ট্রাম্পের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪২

হিলারিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা করলে ফের তাকে পরাজিত করতে চান ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটা বললেন তিনি। খবর দ্য টেলিগ্রাফ।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আশা করব হিলারি আবার নির্বাচনে আসবেন। আমি বলব- হিলারি এগিয়ে যাও। কারণ সে ফের নির্বাচনে প্রার্থী হলে আবারো তাকে আমি পরাজিত করব।

অপরদিকে হিলারি বিবিসিকে বলেছেন, তিনি ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাবেন। তবে আগামী নির্বাচনী প্রতিযোগিতায় না নামলেও ডেমোক্র্যাট প্রার্থীর হয়ে তহবিল সংগ্রহ ও নির্বাচনী প্রচারণা চালাবেন।

এদিকে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

তিনি বলেন, ট্রাম্পের এ ধরনের মন্তব্য পরমাণু অস্ত্রের প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন মিত্রদের ঝুঁকিতে ফেলেছে। গত রোববারের প্রচারিত মার্কিন গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে হিলারি এসব কথা বলেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
পুতিনের নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি
পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি
X
Fresh