• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ান-চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

অনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪

তাইওয়ান ও চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন মেরান্তি। এর প্রভাবে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ো বাতাস ও প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ মাইলের কাছাকাছি। যা ২৩০ মাইল ছুঁতে পারে।

সোম থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার ব্যবধানে ১ মাত্রার ঘূর্ণিঝড়, সর্বোচ্চ ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

তাইওয়ানে জারি করা হয়েছে বন্যা ও ভূমিধসের পূর্বাভাস। দক্ষিণের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। বন্ধ রাখা হয়েছে স্কুলসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে তাইনান ও কাওহসিউং বিমানবন্দরের অনেক ফ্লাইট।

গেল অর্ধ শতাব্দীর ইতিহাসে মেরান্তিই তাইওয়ানের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। তাইওয়ানে আঘাত হেনে মেরান্তি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে বৃহস্পতিবার সকালে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh