• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে ট্রেনে ‘মোবাইল ফোন’ বিস্ফোরণে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৩

লন্ডনের টাওয়ার হিল স্টেশনে পাতাল ট্রেনের ভেতরে ‘মোবাইল ফোন’বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর স্টেশনটি খালি করে ঘিরে রাখে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

লন্ডন ফায়ার বিগ্রেড জানায়, বিস্ফোরণটি চার্জে থাকা মোবইল ফোন থেকে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি ব্যাগ থেকে বিস্ফোরণ হয়। এতে সবাই আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। তবে বিস্ফোরণের শব্দটি জোরালো ছিল না।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের মুখপাত্র জানান, টাওয়ার হিলের ঘটনা সন্দেহভাজন নয়। চার্জে থাকা মোবাইল ফোন গরম হয়ে যাওয়ায় এ বিস্ফোরণ হয়েছে।

গেলো শুক্রবার শহরের ফুলহ্যামের পারসনস গ্রিন পাতাল ট্রেন স্টেশনে সন্ত্রাসী হামলা হয়। সে সময় বিস্ফোরণে ৩০ জন আহত হন।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh